৯২ কোটি টাকায় বিক্রি হলো ফুলদানি; আশা ছিল দেড়-দুই হাজার ইউরোতে বেচার

|

দেড় হাজার থেকে দুই হাজার ইউরোতে বিক্রির আশায় একটি চাইনিজ ফুলদানি নিলামে তোলা হয়েছিল। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে নিলামে ফুলদানিটির দাম উঠেছে প্রায় ৮৮ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৯২ কোটি টাকার বেশি)। খবর সিএনএন এর।

নিলাম সংস্থা ‘ওজেনাট অকশন হাউস’ নীল-সাদা রঙের ফুলদানিটি ফ্রান্সে নিলামে তোলে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, নিজের দাদির কাছ থেকে ফুলদানিটি পেয়েছিলেন এক ব্যক্তি। তার দাদির কাছে ফুলদানিটি ৩০ বছর ছিল।

প্রতিবেদনে বলা হয়, নিলামে তোলার আগে ফুলদানিটি যখন প্রদর্শনীতে ছিল, তখন ৩০০-৪০০এর বিষয়ে আগ্রহ দেখিয়েছিলেন। তবে নিলামে অংশ নেন ৩০ জন। নিলামে অংশ নেয়া ৩০ জনের মধ্যে ১০ জনের কোনো দাম বলার আগেই এর দাম ৫০ লাখ ইউরো ছাড়িয়ে যায়। বলা হচ্ছে, ফুলদানিটি অষ্টাদশ শতাব্দীর।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply