৩০ হাজার টাকায় শিশুটিকে কিনেছিলেন নিঃসন্তান দম্পতি

|

মায়ের কোলে ফিরেছে নিহান

প্রদ্যুৎ কুমার সরকার, স্টাফ রিপোর্টার

ঢাকা থেকে অপহরণের ৩ দিন পর মাদারীপুরের শিবচর থেকে এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। আটককৃতের স্বীকারোক্তিতে জানা যায়, অপহরণের পর শিশুটিকে ৩০ হাজার টাকায় এক নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করা হয়েছিল।

পুুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকার মোহাম্মদপুর এলাকায় ভাঙ্গারী দোকানের কর্মচারী বিল্লাল হোসেন ও তার স্ত্রী গার্মেন্টস শ্রমিক মাহিনুর তিন বছরের শিশু সন্তান নিহানকে নিয়ে একটি বাসায় ভাড়া থাকতেন। তাদের পাশের রুমেই খাইরুন বেগম (৪০) নামের এক মহিলা ভাড়া থাকার সুবাদে তাদের বাসায় ছিল অবাধ যাতায়াত। দুই পরিবারের মাঝে তৈরি হয় সুসম্পর্ক।

গত শনিবার সকালে শিশু নিহানকে বাসায় রেখে বিল্লাল ও তার স্ত্রী মাহিনুর কাজে চলে যায়। দুপুরে বাসায় ফিরে নিহানকে বাসায় না দেখে মাহিনুর ও বিল্লাল ভয় পেয়ে যান। অনেক খোঁজাখুজির পর না পেয়ে খাইরুনকে সন্দেহ তাদের। এরপর রোববার তাকে আসামি করে মোহাম্মদপুর থানায় অভিযোগ দায়ের করেন।

পুলিশ মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে ঢাকা থেকে খাইরুনকে আটক করে। জিজ্ঞাসাবাদে খাইরুন জানায়, নিহানকে মাদরীপুরের শিবচরে তার এক ফুপাতো বোন লাকি বেগমের কাছে ৩০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করেছে।

খাইরুন পুলিশকে আরো জানায়, শনিবার মুন্সিগঞ্জের মাওয়া থেকে লাকি ও তার বোন সাথি টাকা দিয়ে শিশু নিহানকে নিয়ে গেছে। আজ সোমবার সকালে পুলিশ জেলার শিবচরের উমেদপুর ইউনিয়নের চান্দেরচরের প্রত্যন্ত এলাকায় লাকির বাড়িতে অভিযান চালিয়ে নিহানকে উদ্ধার করে।

টের পেয়ে লাকি ও তার পরিবারের লোকজন পালিয়ে যায়।

শিশুটির মা মাহিনুর বেগম বলেন, খায়রুন আমার পাশের বাসায় থাকার সুযোগে আমার সন্তানকে অনেক যত্ন ও খেয়াল রাখতো। এভাবেই সে আন্তরিকতা বাড়িয়ে আমার সন্তানকে অপহরণ করে বিক্রি করে দেয়।

মোহাম্মদপুর থানার এসআই মুকুল রঞ্জন বলেন, শিশুটিকে শিবচর থেকে উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply