থাইল্যান্ডে ডে-কেয়ার সেন্টারে বন্দুক হামলা, আততায়ী ও শিশুসহ নিহত অন্তত ৩৪

|

ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের একটি ডে-কেয়ার সেন্টারে বন্দুকধারীর হামলায় কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই শিশু। বৃহস্পতিবারের এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসির।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের উথাইশ্বন না ক্ল্যাং জেলার একটি ডে-কেয়ার সেন্টারে হামলা চালায় এক ব্যক্তি। হামলাকারী দেশটির একজন সাবেক পুলিশ কর্মকর্তা; যিনি খুব সম্প্রতি চাকরিচ্যুত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে এ হামলা চালানো হয়। হামলাকারী প্রথমে ওই স্কুলের একজন স্টাফ ও একজন গর্ভবতী নারীকে হত্যা করে। ধারণা করা হচ্ছে, ডে কেয়ার সেন্টারটিতে থাকা অন্তত ২০ শিশুকে হত্যা করেছে ওই আততায়ী। এরপরেই সেখানে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। থাই পুলিশ জানিয়েছে, হামলাকারী নিজেকে গুলি করে আত্মঘাতী হয়েছে।

ডে-কেয়ার সেন্টারটি প্রাইমারি স্কুল হিসেবেও ব্যবহৃত হয়ে আসছিল। সেখানে থাকা শিশুদের বেশিরভাগেরই বয়স ৩ থেকে ৭ বছরের মধ্যে। হামলার কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানায়নি প্রশাসন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply