গ্রিক উপকূলে অভিবাসনপ্রার্থীদের দুটি নৌকাডুবি, কমপক্ষে ১৫ জন নিহত

|

গ্রিক উপকূলে অভিবাসনপ্রার্থীদের দুটি নৌকাডুবির ঘটনায় মারা গেছে কমপক্ষে ১৫ জন। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আরও ২০ জন।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) ভোরে এজিয়ান সাগরে ঝড়ের কবলে পড়ে অভিবাসন প্রত্যাশীদের নৌকা। লিসবোস দ্বীপের কাছে পাথরের সাথে ধাক্কা খেয়ে ডুবে যায় ৪০ জনকে বহনকারী দুটি নৌযান।

দেশটির কোস্টগার্ডের বরাতে রয়টার্স জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত নৌকা থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ৫ জনকে। নিখোঁজদের সন্ধানে চলছে তল্লাশি অভিযান। গ্রিস হয়ে ইউরোপের দেশ ইতালি ছিল নৌযানের গন্তব্যস্থল। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে পথেই দুর্ঘটনার মুখোমুখি হয়।

এদিকে বুধবার গ্রিসের কিথিরা দ্বীপের কাছে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ডুবে গিয়েছিল ৩০ জন অভিবাসনপ্রার্থীদের নৌকা। কর্তৃপক্ষ জানিয়েছে, সেটি উদ্ধারিও কাজ করছে কোস্টগার্ড।

গ্রিসে পৌঁছানো বেশিরভাগ অভিবাসনপ্রার্থীরা তুরস্ক থেকে ভ্রমণ করে। তবে তুরস্কের উপকূলে চলছে ভারী টহল। তা এড়াতে গেলো মাসগুলিতে রুট পরিবর্তন করেছে পাচারকারীরা।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply