গণআন্দোলনের দাবিনামা ঠিক করছে বিএনপি, লেবার পার্টির সঙ্গে সংলাপ শেষে ফখরুল

|

সরকারবিরোধী গণআন্দোলনের জন্য দাবিনামা ঠিক করছে বিএনপি। সেজন্যই তারা সংলাপ করছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে লেবার পার্টির সঙ্গে সংলাপ শেষ এসব কথা বলেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুলের দাবি, পতদ্যাগ করে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা দিতে হবে, গঠন করতে হবে নিরপেক্ষ ইসি। সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে।

সংলাপে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে প্রতিনিধি দলের মহাসচিব ফারুক রহমান, ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, আমিনুল ইসলাম রাজু, আলাউদ্দিন আলী, জহিরুল হক জহির, আমিনুল ইসলাম আমিন ও খন্দকার মিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

সংলাপ শেষে লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবো না তার দল। খালেদা জিয়ার মুক্তিসহ এইসব বিষয়ে বিএনপির সঙ্গে ঐকমত্যে পৌঁছানোর কথা জানান ইরান।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply