ভিসা জটিলতায় নিউজিল্যান্ড পৌঁছাতে বিলম্ব হচ্ছে সাকিবের

|

ফাইল ছবি।

ভিসা জটিলতায় নিউজিল্যান্ডে পৌঁছাতে বিলম্ব হচ্ছে টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের। আগামী বৃহস্পতিবার (৬ অক্টোবর) তিনি দলের সাথে যোগ দেবেন বলে আশা প্রকাশ করছে টিম ম্যানেজমেন্ট।

২ অক্টোবর লস অ্যাঞ্জেলেস থেকে নিউজিল্যান্ডের বিমান ধরতে গিয়ে সাকিব আল হাসান পাননি তাহিতির ট্রানজিট ভিসা। পরবর্তীতে সেই জটিলতা কাটলেও মেলেনি তার সমাধান। বিকল্প ফ্লাইটে দীর্ঘ ট্রানজিটের কারণে নিউজিল্যান্ড পৌঁছাতে বিলম্ব হচ্ছে সাকিবের। ফলে নির্ধারিত সময়ের প্রায় দু’দিন পর দলের সাথে যোগ দিতে পারবেন টাইগার অধিনায়ক।

এদিকে, অধিনায়ক সাকিব আল হাসান আর পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডকে ছাড়াই নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ৭ অক্টোবর উদ্বোধনী ম্যাচে সাকিব দলের সাথে মাঠে নামবেন, তবে অনুশীলনে তাকে পাচ্ছে না টাইগাররা। তিনি ক্রাইস্টচার্চ পৌঁছাবেন ৬ অক্টোবর। আর পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড দক্ষিণ আফ্রিকা থেকে দলের সাথে যোগ দেবেন ৯ অক্টোবর। প্রথম দু’টি ম্যাচ মিস করবেন তিনি।

আরও পড়ুন: দেখা মিলছে না ডোমিঙ্গোর

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply