৫ বছরে ব্যবসা প্রতিষ্ঠানে স্থাপন করা হবে ৩ লাখ ইএফডি

|

ব্যবসা প্রতিষ্ঠানে এ পর্যন্ত ৭ হাজার ৮৩২টি ভ্যাট আদায় যন্ত্র বা ইএফডি স্থাপন করেছে এনবিআর। এর মধ্যে কোনো রাজস্ব দেয়নি ৫৩৮টি প্রতিষ্ঠান। শূন্য রাজস্বের কারণ খতিয়ে দেখতে নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

বুধবার (৫ অক্টোবর) সকালে ইলেক্ট্রনিক ফিসক্যাল ডিভাইসের (ইএফডি) লটারির ড্র অনুষ্ঠানে এমন তথ্য তুলে ধরেন এনবিআরের সদস্য ড. মইনুল খান। জানান, আগামী ৫ বছরের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠানে তিন লাখ ইএফডি যন্ত্র স্থাপন করা হবে। প্রথম বছরেই বসবে ৬০ হাজার ভ্যাট আদায় যন্ত্র। এই কার্যক্রম শেষ হলে ভ্যাট থেকে অতিরিক্ত রাজস্ব আদায় হবে ২৬ হাজার কোটি টাকা।

অনুষ্ঠানে জানানো হয়, গেলো মাসে ইএফডি ও এসডিসি থেকে রাজস্ব আদায় হয় ২৯ কোটি ৯৭ লাখ টাকা। যা আগের মাসের চেয়ে রাজস্বে ২৪ ভাগ বেশি প্রবৃদ্ধি হয়েছে। পরে ‘ইএফডিএমএস’ চালান দিয়ে লটারির মাধ্যমে ১০১ জনকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply