আলো ফিরছে

|

জাতীয় গ্রিডে ত্রুটির কারণে বিদ্যুৎ বিপর্যয়ের পর সন্ধ্যায় বিদ্যুৎ ফিরতে শুরু করেছে। রাজধানীতে সচিবালয়, বিদ্যুৎ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় বিদ্যুৎ এসেছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৫৩ মিনিটে এক ফেসবুক পোস্টে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ঢাকা ও আশেপাশের অঞ্চলে বিদ্যুৎ রিস্টোর হচ্ছে। ইতোমধ্যে টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, মানিকগঞ্জে বিদ্যুৎ সরবরাহ সচল হয়েছে। এছাড়া ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, সিলেট, নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জের আংশিক এলাকায়ও সরবরাহ চালু হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

অনাকাঙ্ক্ষিত অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে নসরুল হামিদ বলেন, ঢাকায় লোড বেশি হওয়ার কারণে সব লাইন সচল করতে কিছুটা দেরি হতে পারে।

উল্লেখ্য, মঙ্গলবার জাতীয় গ্রিড ট্রিপ করলে একযোগে জাতীয় গ্রিডের ইস্টার্ন অংশে (ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ) সমস্যা দেখা দেয়ায় অনাকাঙ্ক্ষিতভাবে বিদ্যুৎ বিভ্রাটের সৃষ্টি হয়। বন্ধ হয়ে যায় এসব এলাকার বিদ্যুৎ কেন্দ্রগুলো। এরইমধ্যে ঘোড়াশাল ও টঙ্গীসহ কয়েকটি পাওয়ার প্লান্ট চালু হয়েছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply