স্থানীয় পরিবেশকর্মীদের প্রচেষ্টায় নাটোরে উদ্ধার হলো ২০টি বক

|

উদ্ধারকৃত বকগুলোতে অবমুক্ত করার আগে তোলা ছবি।

স্টাফ করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের গুরুদাসপুর থেকে উদ্ধার করা হয়েছে ২০টি বক।

মঙ্গলবার (৪ অক্টোবর) ভোর ছয়টার দিকে উপজেলার খুবজীপুর উত্তরপাড়া মাঠ থেকে পাখিগুলো উদ্ধার করা হয়। পরে বকগুলোকে সেখানেই অবমুক্ত করা হয়।

গুরুদাসপুর জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হাসান নাহিদ জানান, স্থানীয়দের দেয়া গোপন সংবাদের ভিত্তিতে খুবজীপুর উত্তরপাড়া মাঠে যান পরিবেশকর্মীরা। সেখানে তাদের দেখে পাখি শিকারীরা পালিয়ে যায়। পরে ৭টি পাখি ধরার ফাঁদঘর থেকে ২০টি বক পাখি উদ্ধার করা হয়। এ সময় খেঁজুরপাতা, কলাপাতা ও বাঁশ দিয়ে বিশেষ কায়দায় তৈরি ৭টি পাখি ধরার ফাঁদ ধ্বংস করা হয় এবং পাখিগুলোকে মাঠেই অবমুক্ত করা হয়।

এছাড়াও নাটোরের নলডাঙ্গার মাধনগর থেকে অসুস্থ অবস্থায় একটি খয়রা মেছো পেঁচা উদ্ধার করা হয়েছে। প্রাণীটিকে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে। সুস্থ হলে পেঁচাটিকে প্রকৃতির মাঝে ছেড়ে দেয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় পরিবেশকর্মীরা।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply