হাইতিতে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ, পুলিশের গুলিতে নিহত ২

|

হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরির পদত্যাগের দাবিতে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। রয়টার্সের খবরে বলা হয়, সোমবারের (৩ অক্টোবর) ওই সংঘর্ষে গুলিবিদ্ধ হয় কমপক্ষে দুজন আন্দোলনকারী। রাজধানী পোর্ট-অব-প্রিন্সে মৌলিক অধিকারের দাবিতে চলমার আন্দোলনে বিক্ষুব্ধদের লক্ষ্য করে টিয়ারগ্যাস ছোড়ে পুলিশ।

জ্বালানি সংকট থাকায় কালোবাজারে তা বেশি দামে কিনতে বাধ্য হচ্ছে জনগণ। জীবনযাত্রার বাড়তি ব্যয় দেশটির মানুষকে দারিদ্র্যের দিকে ঠেলে দিচ্ছে। হাসপাতালসহ নানা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে বাধ্য হচ্ছে অনেকেই। তাই সাধারণ মানুষ সরকারের ওপর ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজপথে নামে।

করোনা মহামারির পর নানামুখী সমস্যায় জর্জরিত দেশটি। গেলো বছর প্রেসিডেন্ট জোভেনেইল মোইজকে হত্যার পর সংঘাত বেড়েছে দেশটিতে। ২০২১ সালে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না বলে শক্তিশালী হয়ে উঠছে চরমপন্থীরা।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply