জলবায়ুর বিরূপ প্রভাব কমাতে প্যারিস চুক্তির বাস্তবায়ন প্রয়োজন: পরিকল্পনা প্রতিমন্ত্রী

|

জলবায়ু পরিবর্তনের সঙ্গে নিরাপত্তা জড়িত। তাই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিয়মিতভাবে আলোচনা করা উচিত বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। বিরূপ প্রভাব কমাতে প্যারিস চুক্তির সরাসরি বাস্তবায়ন প্রয়োজন বলেও উল্লেখ করেন।

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে রাজধানীর বিজ মিলনায়তনে ‘জলবায়ু কুটনীতি: বাংলাদেশের সীমাবদ্ধতা এবং বিকল্প’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। বলেন, প্রধান কার্বন নিঃসরণকারী দেশসমূহকে তাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী নিঃসরণ কমানোর সময় এখনই।

সেমিনারে আলোচকরা বলেন, জলবায়ু পরিবর্তনের ভয়ংকর প্রভাবের কারণে জলবায়ু কুটনীতি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশি দূতাবাসের সকল কুটনৈতিকদের জলবায়ু পরিবর্তন ইস্যুকে দ্বিপাক্ষিক আলোচনার বিষয়বস্তু করতে আহ্বান জানাতে হবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply