চ্যাম্পিয়নস লিগ: হাইভোল্টেজ ম্যাচে ইন্টারের মুখোমুখি ইনজুরি কবলিত বার্সা

|

ছবি: সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়নস লিগে হাইভোল্টেজ ম্যাচে আজ বার্সেলোনা মুখোমুখি হবে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানের। ইনজুরিতে বিপর্যস্ত বার্সার একাদশে দেখা যেতে পারে ‘বি’ দলের ফুটবলারকে। তারপরও জয় চান কোচ জাভি হার্নান্দেজ। নিজেদের রক্ষণভাগের দুর্বলতা মাথায় নিয়ে ইংলিশ জায়ান্ট লিভারপুল মাঠে নামবে স্কটিশ প্রতিপক্ষ রেঞ্জার্সের বিপক্ষে। দু’টি খেলায় শুরু হবে রাত ১টায়। আর, রাত ১০টা ৪৫ মিনিটে বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্রের ক্লাব ভিক্টোরিয়া প্ল’জেন।

উরুর পেশির চোট থেকে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি বার্সেলোনার ডাচ মিডফিল্ডার ফ্র‍্যাংকি ডি ইয়ং। চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামতে হবে কাতালানদের। পাশাপাশি চোটের কারণে ছিটকে গেছেন আরাউহো-মেম্পফিসদের মতো তারকারা। পরিস্থিতি সামাল দিতে কাতালানদের ‘বি’ দলের দুই মিডফিল্ডার পাবলো তোরে ও মার্ক কাসাদোকে রাখা হয়েছে স্কোয়াডে।

‘সি’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে জয় ছাড়া অন্যকিছুই ভাবছেন না হেড কোচ জাভি হার্নান্দেজ। পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার বিষয়ে আত্মবিশ্বাসী তিনি। আর মাঠে নিজেদের প্রমাণ করার ভালো সুযোগ দেখছেন ইন্টার মিলান কোচ। জাভি বলেন, ম্যাচটি আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। দলের কিছু ফুটবলার ইনজুরিতে থাকলেও সেই বিষয় নিয়ে চিন্তা করার সময় নেই। আশা করছি, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা দেখতে পাবো আমরা।

ইন্টার মিলান কোচ সিমোনে ইনজাগি বলেন, নিঃসন্দেহে ইউরোপের অন্যতম সেরা দল বার্সেলোনা। আর বড় দলের সাথে কীভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়, তা আমরা জানি। মিউনিখে সবশেষ খেলায় হারলেও ঘুরে দাঁড়াতে চাইবে দলটি। আমরাও জয় ছাড়া অন্যকিছু ভাবছি না।

এদিকে, লিভারপুলের বড় দুশ্চিন্তার কারণ রক্ষণভাগ। গোলমুখ উন্মুক্ত হয়ে যাওয়ায় খেসারত দিতে হচ্ছে দলকে। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ১০ ম্যাচে মাত্র দুটিতে জাল অক্ষত রাখতে পেরেছে অলরেডরা। তবে রেঞ্জার্সের বিপক্ষে শক্ত রক্ষণের কথা জানান কোচ ইয়্যুর্গেন ক্লপ। তিনি বলেন, আমাদের গোল হজমের ধরন অনেক ক্ষেত্রে একইরকম হচ্ছে। রক্ষণে আমাদের নিখুঁত টাইমিংয়ের অভাবে অনেক বেশি উন্মুক্ত হয়ে পড়ি আমরা। তাই আমাদের আরও আঁটসাঁট হয়ে খেলতে হবে।

দারুণ ছন্দে রয়েছে বায়ার্ন মিউনিখ। সর্বশেষ বার্সেলোনার সাথে ঘরের মাঠে ২-০ গোলের জয়ের সুখস্মৃতি রয়েছে দলটির। আর ভিক্টোরিয়া প্লজেনও আছে দুর্দান্ত ফর্মে। তবে ঘরের মাঠে সফরকারীদের বধ করতে সব রকম পরিকল্পনা নিয়েই মাঠে নামবে বায়ার্ন।

আরও পড়ুন: ফুটবলকে বিদায় জানালেন গঞ্জালো হিগুয়েইন

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply