দুই ফিলিস্তিনি নিহতের জেরে আবারও উত্তপ্ত পশ্চিম তীর

|

ছবি: সংগৃহীত

ইসরায়েলি বাহিনীর অভিযানে দুই ফিলিস্তিনি নিহতের জেরে আবারও উত্তপ্ত পশ্চিম তীর। ছড়িয়েছে ব্যাপক সহিংসতা। খবর বার্তা সংস্থা এপির।

তেল আবিবের দাবি, সোমবার সকালে সন্দেহভাজন এক দুর্বৃত্তের সন্ধানে রামাল্লায় অভিযানে যায় ইসরায়েলি বাহিনী। সেসময় তাদের ওপর গাড়ি তুলে দেয়ার চেষ্টা করে দুই ফিলিস্তিনি। আত্মরক্ষার্থে গুলি ছুড়লে প্রাণ যায় দু’জনের।

এ ঘটনায় ছড়িয়ে পড়ে ক্ষোভ। রাজপথে নেমে আসেন ফিলিস্তিনিরা। নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়েন তারা। জবাবে ফিলিস্তিনিদের ওপর রাবার বুলেট ব্যবহার করে ইহুদি সেনারা।

চলতি বছরের শুরু থেকে বেশ কয়েকটি হামলায় প্রাণ যায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ ১৯ ইসরায়েলির। হামলাকারীদের সন্ধানে তল্লাশি অভিযান জোরদার করেছে তেল আবিব।
আরও পড়ুন: রাশিয়া পারমাণবিক হামলা চালালে রুশ সেনাদের ধ্বংস করবে যুক্তরাষ্ট্র: সাবেক সিআইএ প্রধান
ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply