টানা ১৩ মাসের ইতিবাচক প্রবৃদ্ধির পর কমেছে দেশের রফতানি আয়

|

ফাইল ছবি

টানা ১৩ মাস ইতিবাচক প্রবৃদ্ধির পর দেশের রফতানি আয় কমেছে। চলতি বছরের সেপ্টেম্বরে পণ্য রফতানিতে ৩৭ হাজার ৪৪০ কোটি টাকা আয় হয়েছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ২৫ শতাংশ কম।

উন্নয়ন ব্যুরোর তথ্যানুযায়ী, সার্বিকভাবে চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম তিন মাসের রফতানি ইতিবাচক ধারাতেই আছে। অর্থবছরের প্রথম তিন মাসে ১৩ দশমিক ৩৮ শতাংশ প্রবৃদ্ধি রয়েছে। এ সময়ে ১ হাজার ২৪৯ কোটি ডলারের পণ্য রফতানি হয়েছে। গত মাসে সার্বিক রফতানি কমেছে মূলত পোশাকের রফতানি কমে যাওয়ায়।

ধারণা করা হচ্ছে, পোশাকের প্রধান দুই বাজার যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোতে মূল্যস্ফীতি অস্বাভাবিক বেড়ে যাওয়ায় তারা পোশাক কেনা কমিয়ে দিয়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশের রফতানি খাতে।

প্রসঙ্গত, এর আগে ২০২১ সালের সেপ্টেম্বরে রফতানি আয় হয়েছিল ৪১৬ কোটি ৫৪ লাখ ৫ ডলার। অর্থাৎ, রফতানি আয় কমে গেছে ২৬ কোটি ডলারেরও বেশি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply