ইরানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা

|

ছবি: সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানের একটি শীর্ষ বিশ্ববিদ্যালয়ে রোববার (৩ অক্টোবর) রাতে শিক্ষার্থীদের বিক্ষোভ ছত্রভঙ্গ করে দিয়েছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ সময় পুলিশের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ ঘটনা ঘটেছে।

সিএনএন’র এক প্রতিবেদনে বলা হয়, শিক্ষার্থীরা দেশটির নৈতিকতা পুলিশের হেফাজতে থাকা কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুর ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছেন।

ইরানের রাজধানী তেহরানের শরিফ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গাড়ি পার্কিং এলাকায় শিক্ষার্থীদের বড় একটা অংশকে নিরাপত্তাকর্মীদের হামলা থেকে বাঁচতে মাটিতে শুয়ে থাকতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে নিরাপত্তাকর্মীদের শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছুড়তে দেখা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে শরিফ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের দৌড়ে পালাতে দেখা যায়। কিছুটা দূর থেকে গুলির শব্দ শোনা যায়।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply