জনশুমারির পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করবে বিআইডিএস

|

জনশুমারি ও গৃহগণনা যাচাই প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা।

সাম্প্রতিক জনশুমারিকে নির্ভুল করতে আগামী ১০ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত তথ্য সংগ্রহ করবে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বা বিআইডিএস। এর ফলে জনশুমারির তথ্য আরো সঠিকভাবে পাওয়া যাবে বলে অভিমত ব্যক্ত করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

সোমবার (৩ অক্টোবর) সকালে জনশুমারি ও গৃহগণনা যাচাই প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানানো হয়।

সেখানে বলা হয়, গেল জুন মাসে যে জনশুমারি হয়েছে তা আরও যাচাই-বাছাই করতে দেশব্যাপী তথ্য সংগ্রহ করা হবে। শুধু জনসংখ্যাই নয়, বসতঘর এবং বাসগৃহ সংখ্যা নিরূপণও করবে বিআইডিএস। তথ্য সংগ্রহের ক্ষেত্রে তথ্য ট্যাবের মাধ্যমে সিএপিআই পদ্ধতি অনুসরণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী বলেছেন, গ্রহণযোগ্য জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম পরিচালনায় বিআইডিএস’এর কাজে কোনো হস্তক্ষেপ করা হবে না।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply