চলনবিল থেকে উদ্ধার হলো ১৫টি সাদা বক

|

উদ্ধারকৃত বক অবমুক্তের সময় পরিবেশকর্মীদের সাথে স্থানীয়রা।

স্টাফ করেসপনডেন্ট, নাটোর:

নাটোর সিংড়া অধ্যুষিত চলনবিলের দুর্গম এলাকা থেকে ১৫টি বক উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩ অক্টোবর) ভোর পাঁচটার দিকে উপজেলার সামারকোল এলাকা থেকে পাখিগুলো উদ্ধার করা হয়। পরে পাখিগুলো স্থানীয় ইউনিয়ন পরিষদ চত্ত্বরে অবমুক্ত করা হয়।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে সামারকোল বিলে যায় পরিবেশকর্মীরা। এ সময় ৩টি পাখি ধরার ফাঁদ ঘর থেকে ১৫টি বক উদ্ধার করা হয়। পরে আর কোনোদিন পাখি শিকার করবে না মর্মে মুচলেকা নিয়ে সোহেল নামের এক কিশোর পাখি শিকারীকে তার অভিভাবকের জিম্মায় দেয়া হয়। সেই সাথে খেঁজুরপাতা, কলাপাতা ও পাটকাটি দিয়ে বিশেষভাবে তৈরি ৩টি পাখি ধরার ফাঁদঘর ধ্বংস করা হয়।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পরিবেশকর্মী শারফুল ইসলাম খোকন, আব্দুর রশিদ, জুবায়ের হক, আবু কাহার, হাবিব প্রমাণিক, রিপন হোসেনসহ অন্যান্যরা।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply