সঞ্চয়পত্রের চেয়ে বন্ডে বিনিয়োগ বেশি লাভজনক হবে: গভর্নর

|

পুঁজিবাজারে আগামী ৯ অক্টোবর থেকে সরকারি ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হবে। সোমবার (৩ অক্টোবর) বিকেলে বিশ্ব বিনিয়োগ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। সঞ্চয়পত্রের চেয়ে বন্ডে বিনিয়োগ বেশি লাভজনক হবে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০৪১ সালে উন্নত দেশের লক্ষ্য অর্জন করতে হলে পুঁজিবাজারকে বড় করতে হবে। বিনিয়োগকারীদের বাজারমুখী করতে আস্থার পরিবেশ তৈরির ওপর জোর দেন তারা। পুঁজিবাজারে আর কখনও ১৯৯৬ বা ২০১০ ফিরে আসবে না বলেও আশ্বাস দেন বিএসইসির চেয়ারম্যান। স্থিতিশীল বাজার গড়ে বেশকিছু উদ্যোগ নেয়ার কথাও জানান তিনি।

পুজিবাজারের উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেয়া হবে বলেও জানান গভর্নর। উদ্যোক্তাদের পুজিবাজার থেকে অর্থসংগ্রহের পরামর্শ দিয়ে তিনি বলেন, এর ফলে ব্যাংকিং খাতে খেলাপি কমে আসবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply