নৌপথ নিরাপদ না থাকলে প্রশ্নবিদ্ধ হবে দেশ: নৌপরিবহন প্রতিমন্ত্রী

|

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ফাইল ছবি।

নৌপথ নিরাপদ না থাকলে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের অর্জন আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

সোমবার (৩ অক্টোবর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে বুড়িগঙ্গা নদী তীরবর্তী ডকইয়ার্ড উপযুক্ত জায়গায় স্থানান্তরের বিষয়ে জাতীয় কর্মশালায় তিনি এ কথা জানান। বলেন, জাহাজ নির্মাণ ও মেরামতে বুড়িগঙ্গা নদীর ডকইয়ার্ডগুলোর অবদান অনেক। কিন্তু জনসংখ্যা ও কাজের চাপ বেড়ে যাওয়ায় নদীর ওপর চাপ বেড়েছে। দেশের স্বার্থেই ডকইয়ার্ডগুলো সরিয়ে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন অঞ্চলে স্থানান্তর করতে হবে।

এ কর্মশালায় অপরিকল্পিতভাবে গড়ে উঠা বেসরকারি ডকইয়ার্ডগুলো স্থানান্তরে টেকসই পরিকল্পনা প্রণয়নে বিআইডব্লিউটিএ ও আইডব্লিউএমের মধ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply