যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, গাইবান্ধায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

|

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে মোসাব্বের হোসেন সুমন হাওলাদার নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেয়া হয়।

সোমবার (৩ অক্টোবর) দুপুরে গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন ট্রাইবুন্যাল আদালত-১ এর বিচারক কে.এম শহিদ আহম্মেদ এই রায় ঘোষণা করেন। রায়ের সময় আসামি মোসেব্বের হোসেন সুমন আদালতে উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) গুলশান আরা মুনমুন। তিনি জানান, মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বিচার রায় ঘোষণা করেন। রায়ে মোসাব্বের হোসেন সুমন হাওলাদারকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

মামলার বিবরণ থেকে জানা যায়, দুই লাখ টাকা যৌতুকের দাবিতে নির্যাতন করে ২০১৭ সালের ২৭ নভেম্বর স্ত্রী রোজিনাকে হত্যা করেন সুমন হাওলাদার। পরে মরদেহ বাড়ির পাশে সুখনগর খালে ফেলে রাখেন। এ ব্যাপারে রোজিনার মা রেজিয়া বেওয়া বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply