ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, পাকিস্তানের লক্ষ্য মাত্র ৭১ রান

|

ছবি: সংগৃহীত

নারী এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে টাইগ্রেসদের সংগ্রহমাত্র ৭০ রান।

সিলেটে টস হেরে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। দলীয় ৩ রানে টপ অর্ডারের ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে নিগার সুলতানার দল। দিয়ানা বেগের পেসে শুরুতেই কাটা পড়েন দুই ওপেনার শামিমা সুলতানা ও ফারজানা হক। দু’জনই ব্যক্তিগত মাত্র ১ রান করে আউট হন।

এরপর রোমানা আহমেদও দিয়ানা বেগের শিকার হয়ে ফেরেন। দলীয় ২৭ রানে সাজঘরে ফেরেন লতা মন্ডল। আসা-যাওয়ার মিছিলে থিতু হতে পারেননি অধিনায়ক নিগার সুলতানাও। ১৭ রান করে নিদা দারের স্পিনে কাটা পড়েন তিনি। ২ রান করে আউট হন সোবানা মোসতারি। পুরো ইনিংসে সালমা খাতুনের অপরাজিত ২৪ রান ছাড়া বলার মতো সংগ্রহ নেই কারও।

আরও পড়ুন: পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজ জিতলো ইংল্যান্ড

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply