দ্বিতীয় দফায় গড়ালো ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচন

|

ছবি: সংগৃহীত

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচন গড়ালো দ্বিতীয় দফায়। প্রায় সমান-সমান ভোট পেয়েছেন হেভিওয়েট দুই প্রার্থী জেইর বোলসোনারো ও লুলা ডি সিলভা। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

খবরে বলা হয়, পূর্ণাঙ্গ ভোট গণনা শেষ না হলেও কোনো প্রার্থীই ৫০ শতাংশের মতো সমর্থন নিশ্চিত করতে পারেননি। তবে জনমত জরিপ ভুল প্রমাণিত করে বিপুল সংখ্যক ভোট নিশ্চিত করেছেন বোলসোনারো। নিজস্ব ওয়েবসাইটে তথ্য প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সে অনুসারে, ৪৮ শতাংশের মতো ভোট পেয়েছেন বামপন্থী নেতা লুলা। অন্যদিকে, ৪৩ ভাগের বেশি সমর্থন আদায় করে নিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট বোলসোনারো।

স্থানীয় সময় রোববার বিকাল ৫টায় শেষ হয় ভোটগ্রহণ। দেশটির ১৫ কোটি ৬০ লাখ মানুষ ভোটাধিকার প্রয়োগ করেন। ৩০ অক্টোবর হবে রান অফ বা দ্বিতীয় দফার নির্বাচন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply