ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠের সংঘর্ষে নিহতদের সংশোধিত তালিকা প্রকাশ

|

ইন্দোনেশিয়ার ফুটবল স্টেডিয়ামে নিহতদের সংশোধিত তালিকা প্রকাশ করলো, সরকার। রোববার, প্রাথমিকভাবে ১৮৭ জনের মৃত্যুর তথ্য ছড়িয়ে পড়লেও জোকো উইদোদো প্রশাসন ১২৫ জনের নাম-পরিচয় প্রকাশ করেছে। খবর রয়টার্সের।

ময়নাতদন্ত শেষে এরইমধ্যে পরিবারের কাছে ফেরত দেয়া হচ্ছে মরদেহ। বিভিন্ন এলাকায় চলছে জানাজা ও দাফন। ফুটবল মাঠের সংঘর্ষে একাধিক সদস্যকে হারিয়ে অনেক পরিবারই শোকে স্তব্ধ। তারা সরকারের ক্ষতিপূরণ বা সমবেদনা চান না। তাদের দাবি তুলেছেন সুষ্ঠু তদন্ত ও বিচারের।

এদিকে নিহতদের স্মরণে রোববার রাতে রাজধানী জাকার্তায় শোক প্রকাশ করেন সাধারণ মানুষ। রাজপথে নেমে আসেন হাজারও মানুষ। তাদের বক্তব্য শুধু ফুটবল নয় বরং গোটা ইন্দোনেশিয়ার ইতিহাসে এটি কালো অধ্যায়।

এর আগে শনিবার মালাং শহরের স্টেডিয়ামে দুই দলের সমর্থকদের মধ্যে হয় সংঘর্ষ। খেলা শেষ হতেই মাঠে নেমে আসেন অন্তত ৩ হাজার মানুষ। পুলিশের সাথে সংঘাত আর হুড়োহুড়িতে পদদলিত হয়ে মৃত্যুবরণ করেন বিপুল সংখ্যক মানুষ। আহত হয়ে অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply