রূপসা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডবি, নিখোঁজ শ্রমিক

|

খুলনা ব্যুরো:

খুলনার রূপসা নদীতে বালু উত্তোলনকারী বাল্কহেডের ধাক্কায় একটি ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই ট্রলারে থাকা একজন শ্রমিক নিখোঁজ হয়েছেন।

রোববার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে দশটায় রূপসা নদীর খুলনা-মোংলা রেল সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।২২ বছর বয়সী নিখোঁজ মো. মাহাতাব হোসেন খুলনার খালিশপুর এলাকার মো. সাকিলের ছেলে। তিনি পেশায় একজন ওয়েল্ডিং মিস্ত্রি।

এ তথ্য নিশ্চিত করেছেন রূপসা নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম।

তিনি বলেন, একটি ট্রলারে করে ৭ জন শ্রমিক সুন্দরবনের দিকে যাচ্ছিলেন। রূপসা রেল সেতুর নিকটে বিপরীতে দিক থেকে আসা একটি বালু উত্তোলনকারী বাল্কহেডের সাথে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়। এ সময় ৬ জন বিভিন্নভাবে নদী থেকে উঠতে পারলেও একজনকে পাওয়া যায়নি। ঘটনাস্থলে নিখোঁজ ব্যক্তিকে খোঁজা হচ্ছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply