ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না রাশিয়া: যুক্তরাষ্ট্র

|

ইউক্রেনে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না বলে মনে করছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। এমনকি হামলার শিকার হলেও মস্কো পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নেবে না বলে মনে করেন তিনি। খবর সিএনএন এর।

রুশ-ইউক্রেন যুদ্ধে পরমাণু অস্ত্রের ব্যবহার হতে পারে, এমন আলোচনা কয়েকদিন ধরেই। ক্রেমলিনের সাম্প্রতিক আচরণেও মেলে এমন ইঙ্গিত। কয়েকদিন আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছিলেন, রাশিয়া ও তার জনগণকে রক্ষায় পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

তবে পরমাণু অস্ত্র ব্যবহার করে রাশিয়া নতুন ভুল করবে না বলে বিশ্বাস মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর। বলেন, পরমাণু অস্ত্রে সমৃদ্ধ কোনো দেশের কাছ থেকে এমন বক্তব্য কেউ আশা করে না। ইউক্রেনে অভিযানের মতো দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত যে পুতিন নিয়েছেন, সেই পুতিন পরমাণু অস্ত্রও ব্যবহার করতে পারেন। তবে এই মুহূর্তে আমি এমন কিছু দেখতে পাচ্ছি না।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply