টেকনাফ-সেন্টমাটিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ

|

মিয়ানমারের অভ্যন্তরে চলা সংঘর্ষের প্রভাব বান্দরবানের তুমব্রু সীমান্তের পর সম্প্রতি পড়েছে টেকনাফে। এর ফলে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ করা হয়েছে।ৱ

জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর অ্যাসোসিয়েশন (স্কোয়াব) সূত্রে এ তথ্য জানা গেছে। তবে বিকল্প উপায় হিসাবে কক্সবাজার ও চট্টগ্রাম থেকে সেন্টমার্টিনে জাহাজ চলাচল করবে।

কতদিন পর্যন্ত টেকনাফ-সেন্টমাটিন রুটে জাহাজ চলাচল বন্ধ থাকবে, তা নিশ্চত করতে পারেনি কেউ। পরিস্থিতির ওপর তা নির্ভর করবে বলে সূত্রগুলো জানায়।

এর আগে গত শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে পর্যটন মেলা পরিদর্শনে এসে টেকনাফ থেকে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ করার কথা বলেছিলেন পর্যটন সচিব মো. মোকাম্মেল হোসেন। তবে তিনি জাহাজ চলাচল বন্ধের অজুহাত হিসেবে নাব্যতা সংকটের কথা জানিয়েছিলেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply