চায়ের বিল নিচ্ছেন বিটকয়েনে!

|

ছবি: সংগৃহীত

চায়ের দোকানে বিটকয়েন দিয়ে মূল্য পরিশোধের ব্যবস্থা! শুনতে অবাক লাগলেও ভারতের বেঙ্গালুরুতে এমন ব্যবস্থা করেছেন এক চায়ের দোকানের মালিক শুভাম সাইনি। পড়াশোনা ছেড়ে চায়ের দোকান দিয়েছেন তিনি, যার নাম ‘ফ্রাস্ট্রেটেড ড্রপআউট’।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, টুইটারে দোকানের ছবি পোস্ট করেছেন সাইনি। সেখানে দেখা যায়, চায়ের দোকানে নুডলস এবং পাস্তাও রয়েছে।

আর দোকানের ব্যানারে লেখা আছে, চলো, চা পান করি। ওই ব্যানারে আরও লেখা আছে, আমরা পরিবেশবান্ধব পাত্রে চা তৈরি করি এবং মাটির পাত্রে সেই চা পরিবেশন করি।

দাম পরিশোধের ব্যাপারে ব্যানারে লেখা রয়েছে, এখানে ক্রিপ্টোকারেন্সি গ্রহণ করা হয়। পাশে বিটকয়েনের একটি প্রতীকও দেয়া রয়েছে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply