বিদ্যুতের দাম ১৫ শতাংশ বৃদ্ধি চায় পিডিবি

|

বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়া শুরু করেছে এনার্জি রেগুলেটরি কমিশন। আজ সোমবার সকালে কমিশন আয়োজিত গণশুনানির প্রথম দিনে পাইকারি পর্যায়ে ১৪ দশমিক ৭৮ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব করেছে পিডিবি।
অন্যদিকে কমিশনের মূল্যায়ন কমিটি সুপারিশ করেছে ১১ দশমিক ৭৮ শতাংশ দাম বৃদ্ধির। সকালে কারওয়ান বাজারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন ভবনে অনুষ্ঠিত গণশুনানিতে এ প্রস্তাব করা হয়।
শুনানিতে পিডিবির পক্ষ থেকে বলা হয়, জালানি ব্যয় বেড়ে যাওয়ায় বিদ্যুতের পাইকারি দাম বাড়ানো প্রয়োজন। বর্তমানে প্রতি ইউনিট বিদ্যুৎ পিডিবি বিক্রি করছে ৪টাকা ৮৭ পয়সা। এ থেকে ৭২ পয়সা বেশি দাম চায় তারা।
পিডিবির প্রস্তাবের প্রেক্ষিতে মূল্যায়ন কমিটি ৫৭ পয়সা দাম বাড়ানোর সুপারিশ করে। তবে ভোক্তাদের পক্ষে ক্যাব’র জ্বালানি উপদেষ্টা শামসুল আলম বলেন, কম খরচে বিদ্যুৎ উৎপাদনের কেন্দ্রগুলোতে বিদ্যুৎ সরবরাহ না করে বেশি মুল্যে কেন্দ্রগুলোতে বিদ্যুৎ সরবরাহের কারণে দাম বেড়ে যায়। তাই  সরবরাহে সচ্ছতা আনা প্রয়োজন।

/কিউএস

সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply