দুর্গোৎসব উপলক্ষে ৬ দিন বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানি

|

ফাইল ছবি।

আখাউড়া প্রতিনিধি:

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে টানা ৬ দিন আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে এ সময় পাসপোর্টধারী যাত্রী পারাপারসহ কাস্টমসের দাফতরিক কার্যক্রম স্বাভাবিকভাবে চালু থাকবে।

রোববার (২ অক্টোবর) থেকে আগামী ৬ অক্টোবর পর্যন্ত আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। ৭ অক্টোবর শুক্রবার অর্থাৎ সাপ্তাহিক বন্ধ থাকায় মোট ৬ দিন এ বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। ৮ অক্টোবর সকালে ত্রিপুরা রাজ্যে মাছ রফতানির মধ্য দিয়ে পুনরায় শুরু হবে বাণিজ্যিক কার্যক্রম।

বিষয় নিশ্চিত করেছেন আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় ব্যবসায়ীদের সাথে আলোচনার মাধ্যমে ২ অক্টোবর থেকে আগামী ৬ অক্টোবর পর্যন্ত এ বন্দরের যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আখাউড়া ইমিগ্রেশন অফিসার দেওয়ান মুর্শেদুল রিপন জানান, দুর্গাপূজা উপলক্ষে বন্দরের বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply