চলতি বছরে ১০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল

|

ছবি: সংগৃহীত

চলতি বছরে ১০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল, যা ২০১৫ সালের পর সর্বোচ্চ। শনিবারও পূর্ব জেরুজালেমে ইসরায়েলি পুলিশের গুলিতে প্রাণ হারায় ১৮ বছর বয়সী এক যুবক। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

মানবাধিকার সংগঠনের প্রতিবেদন অনুসারে, বেশিরভাগের মৃত্যু হয়েছে ইসরায়েলি সেনাদের গুলিতে। তাছাড়া বেসামরিক ইহুদিরাও চড়াও হন ফিলিস্তিনিদের বাড়িতে। সেসব সংঘাতে প্রাণ হারিয়েছেন বাদবাকিরা।

পরিসংখ্যান অনুসারে, প্রত্যেক পাঁচজন নিহত ফিলিস্তিনির একজন শিশু। সবচেয়ে সাড়া জাগানো মৃত্যু ছিল সাংবাদিক শিরিন আবু আকলেহর। অবশ্য সেটি স্বীকার করতে নারাজ ইহুদি প্রশাসন।

চলতি বছরের মার্চ মাসে পৃথক হামলায় প্রাণ যায় কমপক্ষে ১৬ ইসরায়েলির। এর জেরে সন্ত্রাসবাদ বিরোধী অভিযান জোরালো করে ইহুদি সেনাবাহিনী।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply