ইউক্রেনীয় বাহিনী ঘেরাও করায় লিমান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা রাশিয়ার

|

দোনেৎস্ক অঞ্চলের লিমান শহর থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিলো রাশিয়া। ইউক্রেনীয় বাহিনী কমপক্ষে সাড়ে ৫ হাজার সৈন্য ঘেরাও করায় এলো তড়িঘড়ি সিদ্ধান্ত। খবর এপির।

শনিবার (১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে শহরটির গুরুত্বপূর্ণ সব স্থাপনায় ইউক্রেনীয় যোদ্ধাদের পতাকা ওড়ানোর ভিডিও। রুশ সেনাদের জানানো হয়েছে আত্মসমর্পণের আহ্বান। আশ্বস্ত করা হয় যুদ্ধবন্দি হলেও তাদের ওপর বর্বর নির্যাতন চালানো হবে না।

শুক্রবার দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলকে রাশিয়ার মধ্যে সংযুক্ত করার পরই আসে ইউক্রেনীয় বাহিনীর এ অগ্রযাত্রার খবর। এ ঘটনায় পুতিনের অন্যতম মিত্র চেচেন নেতা রমজান কাদিরভ জানিয়েছেন তীব্র প্রতিক্রিয়া। তার প্রস্তাব লজ্জাষ্কর পরাজয় এড়াতে ছোটখাটো পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া।

চলমান সামরিক অভিযানে রাশিয়ার জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ছিলো লিমান।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply