বোয়ালমারীতে ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

|

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে কামাল হোসেন নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

শনিবার (১ অক্টোবর) দুপুরে বোয়ালমারী পৌরসদরের ২ নম্বর ওয়ার্ডের রায়পুর গ্রামের এইচ আর এস ইংলিশ অ্যাকাডেমির সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, আহত ব্যবসায়ী কামাল হোসেনের চাচাতো বোন রাজবাড়ী জেলা যুব মহিলা লীগের সিনিয়র সহসভাপতি তামান্না নাজমিন রেশমি, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নেলোয়ার হোসেন নিলু, পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মো. রবিউল ইসলাম, স্থানীয় বাসিন্দা শাহিন আলম, সোহানুর রহমান, নিজাম উদ্দিন প্রমুখ। এ ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন তারা। বক্তারা অভিযোগ করেন, ঘটনার পর দুইদিন অতিবাহিত হলেও থানায় অভিযোগ দিলেও মামলা নেয়নি পুলিশ।

জানা যায়, ব্যবসায়ী সুলতান আহমেদের সাথে সোবাহান গংদের পূর্ব শত্রুতায় গ্রাম্য কোন্দল চলছিল। এর জের ধরে গত ২৮ সেপ্টেম্বর রাতে সুলতান আহমেদের আত্মীয় পৌরসভার রায়পুর গ্রামের কামাল হোসেন ব্যবসায়িক কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় বাড়ির সামনে থেকে একই গ্রামের সোবাহান, মিজান, লালচাঁনের নেতৃত্বে ভাড়াটে দুর্বৃত্তরা কামালকে পিটিয়ে এবং মাথায় ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক আহত করে। স্থানীয়রা হামলায় আহত কামালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হামলার সময় কামালের কাছে থাকা নগদ টাকাও ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।

এ ব্যাপারে বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, ঘটনার সময় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানায় দু’পক্ষই অভিযোগ দিয়েছেন। তদন্ত পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply