গভীর রাতে ৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া, নিহত ১

|

ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রায় ৫.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে এক জনের মৃত্যু হয়েছে, গুরুতর আহত হয়েছেন আরও ৯ জন। খবর রয়টার্সের।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত আড়াইটার দিকে বেশ কয়েকটি শহরে এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের প্রভাবে কেঁপে ওঠে ঘরবাড়ি। এই ভূমিকম্পের কারণে এখন পর্যন্ত কোনো সুনামির সতর্কতা জারি করা হয়নি। তবে বেশ কয়েকটি অঞ্চলে ভূমিধসের আশঙ্কা আছে বলে সতর্ক করেছেন সংশ্লিষ্টরা।

মূলত, প্যাসিফিক রিং অব ফায়ারে অবস্থিত হওয়ায় দ্বীপরাষ্ট্রটিতে প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়। এর আগে ২০০৪ সালে সুমাত্রায় রিখটার স্কেলে ৯.১ মাত্রার ভূমিকম্প এবং এর প্রভাবে সৃষ্ট সুনামিতে ইন্দোনেশিয়া, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডসহ মোট ৯টি দেশের ২ লাখ ২৬ হাজার মানুষের মৃত্যু হয়।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply