দূর্গাপূজার আমেজ নেই পঞ্চগড়ে, ‘করতোয়ার ওপর ব্রিজ নির্মাণকাজ প্রক্রিয়াধীন’

|

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দূর্গাপূজা শুরু হচ্ছে শনিবার (১ অক্টোবর) থেকে। এর আগে রোববার (২৫ সেপ্টেস্বর) দুপুরে বোদা উপজেলার করতোয়া নদীর আউলিয়া ঘাটে নৌকাডুবির ফলে নিহত হন ৬৯ জন। এক সাথে এতো মানুষের মৃত্যুতে ভুক্তভোগী স্বজনদের পাশাপাশি স্থানীয়দের মধ্যেও নেমে এসেছে শোকের কালো ছায়া। তাই বছর ঘুরে একবার আসা এই বড় উৎসবেও পঞ্চগড় যেনো বিভিষিকায় নিমজ্জিত হয়েছে। তবে করতোয়া নদীর ওপর ব্রিজ নির্মাণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম সুজন।

স্থানীয়রা বলছেন, বহুদিন ধরেই করতোয়া নদীর ওপর একটি ব্রিজ নির্মাণের দাবি ছিল তাদের। তবে আজ পর্যন্ত এ দাবি আলোর মুখ দেখেনি। তাদের আক্ষেপ, ব্রিজটি নির্মিত হলে এতোগুলো মানুষের হয়তো মৃত্যু হতো না। তাই দ্রুত ব্রিজ নির্মাণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন তারা।

এদিকে, ব্রিজটি নির্মাণের উদ্যোগ এরই মধ্যে নেয়া হচ্ছে উল্লেখ করে পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম সুজন বলেন, ব্রিজটি নির্মাণের অনুমোদন হয়ে গেছে, এখন এর নকশার কাজ চলছে। সেটি শেষ হলেও আমরা টেন্ডারের দিকে যাবো। আশা করি এই বছরের ডিসেম্বরে কিংবা আগামী বছরের জানুয়ারি মাসে কাজ শুরু করতে পারবো।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply