রোগীদের বিদেশমুখিতা কমাতে ডাক্তারদের প্রতি পরিকল্পনামন্ত্রীর আহ্বান

|

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

ক্যান্সারসহ নানা চিকিৎসায় মানুষের ভারতমুখিতা কেন বেড়েই চলেছে, তা বের করে সমাধানের তাগিদ দিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে মেডিকেল অনকোলজি সোসাইটি ইন বাংলাদেশ আয়োজিত ঢাকা ক্যান্সার সামিট-২০২২ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। চিকিৎসকদের উদ্দেশে মন্ত্রী বলেন, গবেষণায় মনোযোগ বাড়াতে হবে। দেশে চিকিৎসা গবেষণায় ঘাটতি থাকায় প্রধানমন্ত্রীও ক্ষুব্ধ বলে জানান এম এ মান্নান। চিকিৎসকরা বলেন, ক্যান্সার চিকিৎসায় পরীক্ষা-নিরীক্ষা গুরুত্বপূর্ণ। দেশে সেসব অবকাঠামোর অভাব রয়েছে।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, কেন আমাদের জনগণ মাদ্রাজে, বেঙ্গালুরুতে, দিল্লিতে, ব্যাংককে প্রতিনিয়ত বিমান ভরে ভরে যাওয়া আসা করবে? যে যাক। আমি যাওয়ার বিরুদ্ধে নই। কিন্তু গভীরে গিয়ে আপনারা চিকিৎসকরা দয়া করে একটু দেখবেন যে, আমরা কী করতে পারি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে কী করতে পারেন।

আরও পড়ুন: পূজায় গত বছরের মতো ঘটনা রোধে সতর্ক থাকতে নেতাকর্মীদের প্রতি কাদেরের আহ্বান

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply