জাপোরিঝিয়ায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত অন্তত ২৩

|

ক্ষেপণাস্ত্র হামলার পরে ঘটনাস্থলের ছবি।

ইউক্রেনের জাপোরিঝিয়ায় রুশ বাহিনীর চালানো ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৩ বেসামরিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ হামলায় আহত হয়েছে অন্তত ২৮ জন। তবে রাশিয়ার পক্ষ থেকে এ হামলার ব্যাপারে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। খবর আলজাজিরার।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে ওই হামলার একটি ছবি পোস্ট করে জাপোরিঝিয়ার গভর্নর ওলেকজান্দার স্তারুক এক বিবৃতিতে এ তথ্য জানান। তিনি বলেন, রুশ অধিকৃত ভূখণ্ডের দিকে একটি ‘বেসামরিক কনভয়’ যাওয়ার পথে রুশ হামলার শিকার হয় কনভয়টি। হামলায় অন্তত ২৮ জন আহত হয়েছেন। গভর্নরের পোস্ট করা ছবিতে পুড়ে যাওয়া গাড়ি ও রাস্তায় পড়ে থাকা দেহ দেখা গেছে।

ওই পোস্টে ওলেকসান্দার লিখেছেন, এখন পর্যন্ত আমরা ২৩ জন নিহত ও ২৮ জন আহতের খবর জানি। হতাহতদের সবাই স্থানীয় বাসিন্দা বলে জানান তিনি। 

ওলেকসান্দার আরও বলেন, ওই কনভয়ে করে ইউক্রেনে রুশ অধিকৃত অঞ্চল থেকে ইউক্রেনীয়দের আত্মীয়দের নিরাপদে আনার পরিকল্পনা ছিল।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply