দুর্গাপূজা উদযাপন নিয়ে কোনো হুমকি নেই: মহানগর সার্বজনীন পূজা কমিটি

|

দুর্গাপূজা ঘিরে কোনো হুমকি-আশঙ্কা বোধ করছেন না বলে জানিয়েছেন হিন্দু সম্প্রদায়ের নেতারা। জানান, আইনশৃঙ্খলা বাহিনী তাদের মতো করে সব বিষয় মাথায় রেখে নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে। হিন্দু সম্প্রদায়ের মানুষ উৎসব উদযাপন করতে চায়।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে ঢাকেশ্বরী মন্দিরে সংবাদ সম্মেলনে করে মহানগর সার্বজনীন পূজা কমিটি। সেখানে এসব কথা জানান নেতারা। বলেন, দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি সন্তোষজনক। এ বছর সারাদেশে ৩২ হাজার ১৬৮ মণ্ডপে দুর্গাপূজা আয়োজন করা হয়েছে। রাজধানীতে মন্ডপের সংখ্যা ২৪২টি।

সারাদেশে মণ্ডপের সংখ্যা এযাবৎকালে রেকর্ড বলেও জানান তারা। দুর্গাপূজা উপলক্ষ্যে দুই দিন ছুটির দাবি করেন পূজা আয়োজকরা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply