বিশ্বকাপ থেকেই কি ছিটকে যাচ্ছেন বুমরাহ?

|

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ইনজুরির কারণে ছিটকে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে ভারতীয় পেসার জাসপ্রীত বুমরাহর। ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে এ নিয়ে খবর চাউর হলেও এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিসিসিআই।

আগে থেকেই পিঠে চোট ছিল এই ভারতীয় ফাস্ট বোলারের। ইনজুরির কারণে এশিয়া কাপেও ছিলেন না তিনি। দক্ষিণ আফ্রিকার সাথে সিরিজের প্রথম ম্যাচেও খেলতে পারেননি ২৮ বছর বয়সী এই পেসার। কিন্তু চোটের উন্নতি দেখে তাকে খেলানো হয়েছিলো অস্ট্রেলিয়ার সাথে দুই টি-টোয়েন্টি ম্যাচ।

ভারতীয় সংবাদমাধ্যমেগুলোতে জানানো হয়েছে, বিসিসিআই সুত্র থেকে তারা জানতে পেরেছে পিঠের চোটের কারণে কোনোভাবেই বিশ্বকাপে খেলা সম্ভব নয় বুমরাহর। অন্তত ছয় মাসের জন্য মাঠ থেকে ছিটকে যেতে হবে তাকে। ফলে বিশ্বকাপে নিজেদের পেস ডিমার্টপেন্ট নিয়ে আরও জটিলতায় পরলো ভারত।

আরও পড়ুন: বাংলাদেশের সাবেকদের বিপক্ষে দৌড়েই ৪ রান নিলো শ্রীলঙ্কার সাবেকরা

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply