অস্কার বয়কটের সিদ্ধান্ত রাশিয়ার

|

ছবি: সংগৃহীত

চলচ্চিত্র জগতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অস্কার। আগামী বছরের মার্চে বসবে এর ৯৫তম আসর। ইতোমধ্যেই অস্কার মনোনয়নের জন্য সিনেমা জমা দেয়ার আহ্বানও করা হয়েছে ৷ অনেক দেশ পাঠানোর জন্য সিনেমা নির্বাচনও করে ফেলেছে। এরমাঝেই জানা গেলো এবার অস্কার বয়কটের সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া।

জানা গেছে, আন্তর্জাতিক চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ এ পুরস্কারের জন্য চলচ্চিত্র জমা দেবে না দেশটি। আর এ কারণেই পদত্যাগ করেছেন রাশিয়ার অস্কার মনোনয়ন কমিশনের চেয়ারম্যান পাভেল চুখরাই।

তিনি বলেন, রাশিয়ার ফিল্ম একাডেমি কোনো পরামর্শ ছাড়াই একতরফাভাবে অস্কারে অংশ না নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এমন পদক্ষেপকে ‘অবৈধ’ আখ্যা দিয়েছেন এই নির্মাতা।

তবে অস্কারে কেনো চলচ্চিত্র মনোনয়নের জন্য জমা দেয়া হবে না- তার কারণ জানায়নি রাশিয়ার ফিল্ম একাডেমি। ধারণা করা হচ্ছে, ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের কারণেই এমন পদক্ষেপ নিয়েছে পুতিন সরকার।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply