জমি দখলে ট্রাক্টরের সামনে মাকে ছুঁড়লো ছেলে!

|

জমি নিয়ে দ্বন্ধ ছিলো দুই প্রতিবেশির মধ্যে। মামলায় অপরপক্ষে জিতে জমি দখল করতে এলে, বাধা দিতে নিজের মাকেই ট্রাক্টরের সামনে ছুঁড়ে ফেলে ছেলে। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে ভারতের মহারাষ্ট্রের নাসিক জেলার মালেগাঁওতে। এ ঘটনার ভিডিও প্রকাশ পেলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে জমি নিয়ে মহাদেব এবং কৈলাসের পরিবারের মধ্যে বিবাদ চলছিল।  কৈলাসের হাত থেকে জমি বাঁচাতে ঐ জমিতে এক ভাগচাষিকে চাষ করতে দিয়ে দেয় মহাদেব।

পরবর্তীতে মামলার রায়ে জিতে বৃহস্পতিবার ট্রাক্টর নিয়ে জমিতে বীজ বোনার জন্য যান মহাদেব। তখনই জমির দখল করতে কৈলাস এবং তার দলবল সেখানে যায়। শুরু হয় দু’‌পক্ষের বাদানুবাদ। তর্কবিতর্ক চলার সময় কৈলাস নিজের ৮০ বছরের বৃদ্ধা মাকে মহাদেবের ট্রাক্টরের সামনে ছুড়ে ফেলে দেন। যাতে করে জমিতে চাষবাসের জন্য ট্রাক্টর চালাতে না পারে।

ভিডিওতে দেখা যায়, বারবার টেনে হিচড়ে বৃদ্ধ মাকে ট্রাক্টরের সামনে রাখা হচ্ছে। অন্য পক্ষ সরিয়ে দিচ্ছে আবার তাকে ট্রাক্টরের সামনে রাখা হচ্ছে।

এই ঘটনায় দু’‌পক্ষেরই ১২ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।  তদন্ত চলছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply