ভারতে অবিবাহিত নারীরাও গর্ভপাত করতে পারবেন; সুপ্রিম কোর্টের রায়

|

ভারতে সব নারীই নিরাপদে এবং বৈধ উপায়ে গর্ভপাত করাতে পারবেন। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) এ রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। খবর এনডিটিভির।

গর্ভপাতের ক্ষেত্রে বিবাহিত বা অবিবাহিতদের মধ্যে পার্থক্য করাটা অসাংবিধানিক, এমনটাও উল্লেখ করেছেন দেশটির সর্বোচ্চ আদালত। জানান, অন্তঃসত্ত্বা হওয়ার ২০ থেকে ২৪ সপ্তাহের মধ্যে অবিবাহিতরা গর্ভপাত করাতে পারবেন। সেক্ষেত্রে ২০২১ সালের ‘মেডিকেল টার্মিনেশন অব প্রেগন্যান্সি অ্যাক্ট’ সংশোধনের নির্দেশ দেন আদালত।

এদিন, বৈবাহিক ধর্ষণ নিয়েও গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দেন বিচারপতি চন্দ্রচূড়। জানান, বিবাহিত নারীরাও যৌন হয়রানির শিকার হতে পারেন। স্বামীর অসতর্কতার কারণে গর্ভবতী হয়ে পরেন স্ত্রীরা। এটিকে ধর্ষণ হিসেবে আখ্যা দেন আদালত। নির্দেশ দেন, এক্ষেত্রে নারীরা গর্ভপাতের অধিকার রাখেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply