বাঁচামরার লড়াইয়ে আজ সুইডেনের মুখোমুখি জার্মানি

|

এফ গ্রুপের হাই-ভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে জার্মানি ও সুইডেন। দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সুইডেন জয় দিয়ে শুরু করলেও বর্তমান চ্যাম্পিয়নদের শুরুটা হার দিয়ে। তবে কোচ জোয়াকিম লো’র বিশ্বাস ঘুরে দাঁড়াবে দল। আসরে টিকে থাকতে জয়ের বিকল্প নেই তাদের। সোচিতে বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে ম্যাচটি।

একাদশে বেশ কিছু পরিবর্তন নিয়েই সুইডেনের বিপক্ষে ডু অর ডাই ম্যাচটিতে মাঠে নামবেন কোচ জোয়াকিম লো। মিডফিল্ডে নিপ্রভ মেসুত ওজিলকে সরিয়ে মার্কো রয়েসকে খেলাতে পারেন। শুরুর একাদশে সংশয় আছে স্যামি খেদিরাকে নিয়েও। নিজেদের সবশেষ দুই ম্যাচে ১৬টি গোল দেখেছে ভক্তরা। তবে শেষ ১১ ম্যাচে সুইডিশদের বিপক্ষে অপরাজিত থাকার রেকর্ড কিছুটা নির্ভার করছে মুলার-ক্রুসদের। বিশ্বকাপে জার্মানির বিপক্ষে সুইডনের জয় একবারই, ৬০ বছর আগে। তবে তাদের অনুপ্রেরণা এখন পর্যন্ত ২ বার বিশ্বচ্যাম্পিয়নদের মুখোমুখি হয়ে দুইবারই জয় তুলে নেয়া। প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে তাদের জয় এই ম্যাচে নির্ভার রাখছে। বর্তমান চ্যাম্পিয়নদের সঙ্গে এই ম্যাচে ড্র করতে পারলেই ১২ বছর পর গ্রুপ পর্ব পাড়ি দেয়ার কাছে চলে যাবে সুইডেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply