নাটোরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

|

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের বাগাতিপাড়ায় ট্রেনে কাটা পড়ে রাসেল আলী (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে তিনটার দিকে উপজেলার স্বরপপুর-ইসলামপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল একই এলাকার জমির উদ্দিনের ছেলে। সে প্রাণ এগ্রো লিমিডেটের একজন শ্রমিক ছিলো।

রাসেলের মা জানফুল বেগম বলেন, প্রতিদিনের মতো বৃহস্পতিবার ভোরে রাসেল প্রাণ কারখানায় কাজে যাবে বলে তাকে ঘুম থেকে ডেকে তোলেন তিনি। পরে ছেলের জন্য ভাত রান্না করতে বসেন। এ সময় ঘুমে কাতর রাসেল বাইরে থেকে ঘুরে আসার কথা বলে বাড়ির কাছে রেল লাইনের ধারে যায়। দীর্ঘক্ষণ না আসায় তিনি রেল লাইনের কাছে গিয়ে দেখেন রাসেলের মরদেহ ক্ষতবিক্ষত হয়ে পড়ে আছে।

নাটোর রেলওয়ে স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি নাটোর স্টেশনে আসে। দুই মিনিট বিরতির পর ট্রেনটি নাটোর স্টেশন ছেড়ে যায়। ট্রেনটি বাগাতিপাড়া উপজেলার স্বরুপপুর-ইসলামপুর রেলগেট অতিক্রম করার সময় ঐ যুবক ট্রেনের নিচে কাটা পড়ে মারা যায়। বিষয়টি সান্তাহার রেলওয়ে থানা পুলিশকে অবহিত করা হয়েছে। তারা এসে আইনানুগ ব্যবস্থা নেবে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply