সফলভাবে আকাশে উড়লো বিশ্বের প্রথম বিদ্যুৎচালিত যাত্রীবাহী বিমান

|

ছবি: সংগৃহীত

সফলভাবে আকাশে উড়লো বিশ্বের প্রথম বিদ্যুৎচালিত যাত্রীবাহী বিমান। ইসরায়েলের এভিয়েশন এয়ারক্রাফট কোম্পানির নির্মিত বিমানটি সফলভাবে আকাশে উড়াতে সক্ষম হয়েছে। ৮ মিনিটের উদ্বোধনী ফ্লাইটে বিমানটি তিন হাজার ৫০০ ফুট উচ্চতায় উঠেছিল।

সিএনএন’র এক প্রতিবেদনেব বলা হয়, মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে ‘অ্যালিস’ নামের বিমানটি ওয়াশিংটনের গ্রান্ট কাউন্টি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর ৮ মিনিট আকাশে ভ্রমণ করে।

এভিয়েশনের প্রেসিডেন্ট ও সিইও গ্রেগরি ডেভিস বলেন, এটি ইতিহাস। এটি বৈদ্যুতিক গাড়ি বা একটি সেলফোনের মতো ব্যাটারি প্রযুক্তি। ৩০ মিনিট চার্জ দিলে ৯ যাত্রী নিয়ে ১ ঘণ্টায় প্রায় ৪৪০ নটিক্যাল মাইল উড়তে সক্ষম।

বিমানটির সর্বোচ্চ গতি ২৫০ নট বা ঘণ্টায় ২৮৭ মাইল। একটি বোয়িং-৭৩৭ বিমানের সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ৫৮৮ মাইল।

গ্রেগরি ডেভিস আরও বলেন, বিমান চলাচলে বায়ুমণ্ডলে কার্বন নিঃসরণ মাত্রা শূন্যে নামিয়ে আনার লক্ষ্যেই বিদ্যুৎচালিত বিমান তৈরির কাজ করে তার কোম্পানি।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply