ভারতের নতুন সেনা সর্বাধিনায়ক হলেন অনিল চৌহান

|

ছবি: সংগৃহীত

ভারতের নতুন সেনা সর্বাধিনায়কের (চিফ অব ডিফেন্স স্টাফ-সিডিএস) হিসেবে নিয়োগ পেলেন লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) অনিল চৌহান। সাবেক সেনা প্রধান জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুর নয় মাস পর নিয়োগ দেয়া হলো অনিল চৌহানকে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, বুধবার (২৮ সেপ্টেম্বর) ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় নতুন প্রতিরক্ষাপ্রধানের নাম ঘোষণা করে এক প্রজ্ঞাপন জারি করে।

উত্তর-পূর্ব ভারত ও কাশ্মিরের সন্ত্রাস দমনে ‘বিশেষজ্ঞ’ সেনা হিসেবে তার পরিচিতি রয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত অনিল চৌহান সিডিএস পদে থাকবেন।

এর আগে আমৃত্যু জেনারেল বিপিন রাওয়াতই ছিলেন ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ। গত বছরের ডিসেম্বরে তিনি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply