যশোরে সাপ আতঙ্ক, ক্ষত থাকলেও দেখা মিলছে না সাপের

|

সাপ আতঙ্কে দিন কাটছে যশোরের মানিকদিহি গ্রামের মানুষের। তাদের দাবি, কিছু দিনের মধ্যে সাপে কেটেছে প্রায় অর্ধশত মানুষকে। মারা গেছেন এক যু্বক। কিন্তু সাপের দেখা মিলছে না কোথাও! তাই গ্রামবাসীদের মনে জন্ম নিয়েছে নানা অলৌকিক বিশ্বাস। সাপের আক্রমণ থেকে রেহাই পেতে আয়োজন করা হয় দোয়া মাহফিলের। কবিরাজ ডেকে করা হচ্ছে গ্রামবন্দ।

যশোর সদর উপজেলার মানিকদিহি গ্রাম। সড়কজুড়ে অন্যরকম নিরবতা। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না তেমন কেউ। গ্রামজুড়েই সাপ আতঙ্ক। স্থানীয়রা জানায়, গেল দু’সপ্তাহে সাপে কেটেছে অন্তত ৫০ জনকে। মারাও গেছেন একজন।

সাপ আতঙ্কে এলাকায় কদর বেড়েছে ওঝা আর কবিরাজের। তবে চিকিৎসক বলছেন, সাপে কাটা রোগীদের দ্রুত হাসপাতালে নেয়া উচিত।

বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন সিভিল সার্জনও। বলেছেন সাপকাণ্ডে গঠন করা হবে তদ্ন্ত কমিটি। যশোর সিভিল সার্জন ডা. বিপ্লবকান্তি বিশ্বাস বলেন, কেও সাপ দেখেনি অথচ শুধু ক্ষত দেখা যাচ্ছে। এটা আমার কাছে একটি মিরাকেল ব্যপার মনে হচ্ছে। স্বাস্থ্য বিভাগ এটি তদন্ত করছে এবং খুব তাড়াতাড়ি একটি কমিটি গঠন করা হচ্ছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply