আজ নিষেধাজ্ঞার শেষ দিন, কাল থেকে সৌদি আরবে গাড়ি চালাবে নারীরা

|

A Saudi woman drives her car along a street in the Saudi coastal city of Jeddah, on September 27, 2017. Saudi Arabia will allow women to drive from next June, state media said on September 26, 2017 in a historic decision that makes the Gulf kingdom the last country in the world to permit women behind the wheel. / AFP PHOTO / Reem BAESHEN (Photo credit should read REEM BAESHEN/AFP/Getty Images)

সৌদি আরবে আজই নারীদের গাড়ি চালনার ক্ষেত্রে নিষেধাজ্ঞার শেষ দিন। কাল থেকেই দেশটিতে দেখা মিলবে নারী গাড়ি চালকদের।

বিশ্বে সৌদি আরবই একমাত্র দেশ যেখানে নারীদের গাড়ি চালনার ক্ষেত্রে এতোদিন নিষেধাজ্ঞা ছিলো। ফলে পরিবারের পুরুষ সদস্য, ট্যাক্সি ড্রাইভার ও রাইড শেয়ারিং সার্ভিসগুলোর সহায়তা নিতে হতো নারীদের। গাড়ি চালনার অনুমতি মেলায় সৌদি অর্থনীতি আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে। কারণ এতে গাড়ি চালনা পেশায় যুক্ত হবেন অনেকে, বাড়বে অতিরিক্ত আয়ের সুযোগও। চলতি মাসের শুরু থেকেই লাইসেন্স দেয়া শুরু হয় নারীদের। গেলো বছর দেশটিতে নারীদের ওপর থেকে গাড়ি চালনার নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply