হিমালয় থেকে নিখোঁজ মার্কিন পর্বতারোহীর লাশ উদ্ধার

|

ছবি: সংগৃহীত

নিখোঁজ মার্কিন পর্বতারোহী হিলারি নেলসনের মরদেহ উদ্ধার করেছে নেপালের এক অনুসন্ধানকারী দল। নেপালের মানাসলু পর্বতের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) তার নিখোঁজ হওয়ার খবর জানায় নেপালের পর্বত অভিযান সংগঠক ও কর্মকর্তারা। তার নিখোঁজ হওয়ার দিনে পর্বতের চূড়ায় তুষারধসে নিহত হয়েছেন এক নেপালি পর্বতারোহী।

প্রখ্যাত মার্কিন স্কি পর্বতারোহী নেলসন সোমবার তার সঙ্গী জিম মরিসনের সাথে বিশ্বের অষ্টম-উচ্চতম পর্বতশৃঙ্গ সফলভাবে চূড়া করার পর মানাসলুতে স্কিইং করে নিচে নামছিলেন। এর পরই নিখোঁজ হন নেলসন। তবে সঙ্গী মরিসন নিরাপদে বেস ক্যাম্পে পৌঁছান।

একই দিনে, ৮১৬৩-মিটার পর্বতের ক্যাম্প ৩ এবং ৪-এর একটি তুষারধসের ঘটনা ঘটেছে। এতে একজন নেপালি পর্বতারোহী নিহত হয় এবং আরও এক ডজন আহত হয়েছে বলে জানিয়েছে নেপালের পর্যটন বিভাগ।

উল্লেখ্য, ৪৯ বছর বয়সী নেলসন গত দুই দশক ধরে পর্বতারোহন করে আসছে। ২০১২ সালে ২৪ ঘণ্টার মধ্যে বিশ্বের সর্বোচ্চ পর্বত এভারেস্ট এবং এর সংলগ্ন লোটসে চূড়ায় উঠে প্রথম মহিলা হিসেবে রেকর্ড গড়েছিলেন তিনি।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply