উগান্ডায় বেড়েছে ইবোলার প্রাদুর্ভাব

|

উগান্ডায় ইবোলার প্রাদুর্ভাব বাড়ায় পাশের দেশ কেনিয়ার সীমান্তে নেয়া হচ্ছে বাড়তি সতর্কতা। অন্যান্য দেশ থেকে সীমান্তটি পার হতে চাইলে নেয়া হবে নানান পরীক্ষা-নিরীক্ষা। খবর এপির।

শরীরের তাপমাত্রা ১০০ ডিগ্রী ফারেনহাইটের বেশি হলেই আলাদা করে ফেলা হবে যাত্রীকে। পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হবে নির্দিষ্ট জায়গায়। তাপমাত্রা বাড়তে থাকলে নেয়া হবে আইসোলেশনে। সীমান্তবর্তী শহরের কর্মকর্তারা বলছেন, দু’সপ্তাহ আগে উগান্ডায় ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। মহামারি ঠেকাতে আগে থেকেই নেয়া হচ্ছে এই পদক্ষেপ। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, কেনিয়ায় এখনো পাওয়া যায়নি কোনো ইবোলা ভাইরাস আক্রান্ত রোগী।

গেলো সপ্তাহে ইবোলা ভাইরাসের সংক্রমণে প্রথম মৃত্যুর তথ্য জানিয়েছিলো উগান্ডা। ২০১৩ থেকে ১৬ সালের মধ্যে, পশ্চিম আফ্রিকায় মারাত্মক আকার ধারণ করেছিলো ইবোলা। যাতে প্রাণ হারান ১১ হাজার ৩০০।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply