ভিটামিন ওষুধে সয়লাব সাভার, দাম-মান নিয়েও প্রশ্ন

|

শরীরের দুর্বলতা কাটানোর পাশাপাশি স্বাস্থ্য ভালো রাখতে বাজারে মিলছে নানা আকারের ও প্রকারের ভিটামিন। কোনোটি সিরাপ কোনোটি আবার ট্যাবলেট। দাম আর মান নিয়ে প্রশ্ন থাকলেও ঘনবসতি এলাকাগুলো এসব ওষুধে সয়লাব। প্রশাসনের নজরদারি না থাকায় এমন ওষুধের সংখ্যা দিন দিন বাড়ছে বলে জানান চিকিৎসকরা।

ঘটনার সত্যতা যাচাইয়ে সাভারে ওষুধের বাজারে যায় যমুনা নিউজ। কয়েকটি পাইকারি দোকান ঘুরে মিললো ভিটামিন। দাম নির্ধারিত দরের চেয়ে অনেক বেশি। শুধু দাম নিয়েই নয়, অনেক ওষুধের মান নিয়েও প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

ল্যাব ওয়ান হাসপাতালের চিকিৎসক ডা. ইয়াসিন আরাফাত বলেন, ওষুধগুলো কেমন মাত্রার অথবা কেমন সাইড ইফেক্ট আছে, এটা আসলে কেউই জানে না। প্রায়ই দেখা যায়, এ ধরনের ওষুধ খেয়ে লিভারের সমস্যা কিংবা, বদহজম অথবা ডায়রিয়া নিয়ে রোগীরা আমাদের কাছে আসেন।

যদিও ঔষধ প্রশাসন বলছে, বাজারে নজরদারি রয়েছে তাদের। এ বিষয়ে জানতে চাইলে ঔষধ প্রশাসন অধিদফতরের পরিচালক আইয়ুব হোসেন বলেন, লাইসেন্স ছাড়া যারা এ ধরেনের ওষুধ প্রস্তুত করছেন, আমরা এর আগেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি। আর লাইসেন্সধারী যদি কেও নিম্ন মানের কিংবা নকল ওষুধ বাজারে আনে তবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply